Yukon

Yukon community pilot program

Area : 482443 km2

Population : 40000

https://yukon.ca/en/apply-immigrate-yukon

Yukon community pilot program

Yukon community pilot program  এটি একটি নতুন প্রোগাম। ২০২০ সালের মাঝের দিকে শুরু হয়েছে ্ এই প্রোগ্রাম। এটি তিন বছর চলবে।

কানাডার তিনটা টেরিটরির মধ্যে Yukon হলো সবচেয়ে ছোট একটি টেরিটরি।

Yukon থেকে যদি কেউ নমিনেশন পেয়ে থাকে তাহলে  Yukon community pilot program এর আন্ডারে ২ বছরের location restricted work permit (এই টেরিটরির মধ্যেই কাজ করতে হবে) পাওয়া যাবে।

ধাপসমূহ:

#জব অফার নিতে হবে  #প্রভিন্স থেকে নমিনেশন নিত হবে  #ওয়ার্ক পারমিট এর জন্য এপলিকেশন  #২ বছর ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় পি আর এর জন্য এপলাই করতে হবে।

কাদের জন্য এই প্রোগ্রাম বেশি সুবিধা:

১. যাদের বয়স বেশি
২. যাদের অনেকদিনের কাজের অভিজ্ঞতা আছে।]
৩. যাদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি না।
৪. যাদের আইইএলটিএর স্কোর খুব বেশি ভাল না।
৫. যাদের pof (proof of fund) দেখানোর মত যথেষ্ট টাকা নেই।
৬. আপনার স্পাউস ও আপনার সাথে ওপেন ওয়ার্ক পারমিট পেতে এলিজিবল হবে তবে জব অফার        অবশ্যই ও, এ, অথা বি লেভেল এর হতে হবে।
৭. Lmia (laber market impact assessment ) দরকার নেই।

For questions about immigration email [email protected] or phone 867-667-5131 or toll free in Yukon 1-800-661-0408, extension 5131.

ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি:
১. ২ টা অথবা তিনটা জব অফার থাকতে হবে।
২. Government of Yukon  এর থেকে একটা signed letter of support থাকতে হবে।
৩. ওয়ার্ক পারমিট ভিসার জন্য সাধারণ যে রিকোয়াইরমেন্ট আছে সেগুলো মিট করতে হবে।

জব অফার রিকোয়াইরমেন্ট:
১. একই কাজ হতে হবে (The participating communities)
২. সপ্তাহে ৩০ ঘন্টা কাজ থাকতে হবেe ( As of April 1, 2020 the minimum wage is increased to $13.71 per hour. All employers must pay employees the hourly minimum wage or higher
৩. নন সিজনাল হতে হবে।
৪. একই বিষয়ে অভিজ্ঞতার সাথে মিট করতে হবে।

The participating communities are:

  • Whitehorse
  • Watson Lake
  • Dawson City
  • Haines Junction
  • Carmacks
  • Carcross

Documents you need before you apply

Before you apply for a work permit, you need these documents to include in your application:

  1. a copy of the nomination letter from the Government of Yukon confirming that you’ve been nominated for permanent residence
  2. a signed letter of support from the Government of Yukon stating:
  3. that the employers who are offering you the jobs need you to work in the community as soon as possible
  4. that the job offers are genuine
  5. the details of the job offers, including:
  6. names of the employers
  7. occupation
  8. number of hours
  9. job locations